বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলাগুলো সমগ্র দেশে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হলেও ক্লাবগুলোর রাজধানীকেন্দ্রিক মনোভাবের কারণে বারবার সে চেষ্টা ব্যহত হয়েছে। তাইতো প্রিমিয়ার লিগে নতুন নতুন ভেন্যু হলেও টিকছে না সেগুলো। ক্লাবগুলোর ঢাকার বাইরে খেলতে যাওয়ার অনীহায় প্রিমিয়ার লিগের নতুন নতুন ভেন্যু হলেও তা আবার হারিয়ে যাচ্ছে। সর্বশেষ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছিল ৬ ভেন্যুতে। বাফুফে বলেছিল এবার ভেন্যু বাড়বে ঢাকার বাইরে। কারণ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বড় ধরনের সংস্কার কাজ হওয়ার কথা। তাছাড়া এবার মুজিববর্ষের কারণে দেশের প্রধান এ স্টেডিয়ামটি খেলাধুলার নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবে। চাপ কমাতেই প্রিমিয়ার লিগের সিংহভাগ খেলা ঢাকার বাইরে আয়োজনের উদ্যোগ নিয়েছিল বাফুফে। বড়জোড় ভেন্যুর সংখ্যা একটি বাড়তে পারে এবার।